পাইকগাছা–কয়রা সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
নাগরিক ফোরামের উদ্যোগে ১৮ মাইল থেকে পাইকগাছা–কয়রা সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় কয়রার চাঁদআলী বাজারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক। তিনি বলেন, (খুলনা-৬ এ) আমরা কোনো বহিরাগত প্রার্থী দেখতে চাই না। যারা বহিরাগত হয়ে আসে, তারা কেবল লুটপুটে খেয়ে চলে যায়, এ অঞ্চলের মানুষের প্রতি তাদের কোনো মায়া থাকে না। এছাড়াও তিন বলেন গত ১৭ বছর যারা দলের দুর্দিনে পাশে ছিল না, এমনকি তারেক রহমানকে দুর্নীতিবাজ বলেছিলেন, তারাই এখন ভোল বদলে দলে যোগ দিচ্ছে। প্রকৃতপক্ষে এদেরও উদ্দেশ্য লুটপুটে খাওয়া।
সবশেষে তিনি বলেন, ১৮ মাইল থেকে পাইকগাছা–কয়রা সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। অবিলম্বে সংস্কার না হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধন শেষে রফিকুল ইসলাম রফিক স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের পক্ষে সমর্থন কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা জিএম ফারুক হোসেন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শেখ হাবিবুর রহমান, বিএনপি নেতা মো. তোফাজ্জেল হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আকতারুল ইসলাম, যুবদল নেতা মাসুদ রানা, শহিদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, মো. মোশারফ হোসেন, আব্দুর রাজ্জাক, শেখ ইদ্রিস, ছাত্রনেতা জিয়ারুল ইসলাম, তেজেন মণ্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।