সারাদেশ

পাটকেলঘাটায় ভোক্তা অধিকারের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ খলিলুর রহমান সাতক্ষীরা ::

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম তালা উপজেলার পাটকেলঘাটা বাণিজ্যিক এলাকায় তদারকি ও জরিমানা আদায় করেছেন।
আজ রোববার ( ১ জুন) তদারকিকালে পাটকেলঘাটা পাঁচ রাস্তা মোড়ে মহসিন ভ্যারাইটি স্টোরে পণ্যের মোড়কে মূল্য ও আমদানি তথ্য না থাকায় ৩৭ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।
এসময় উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা ও ক্যাব সাধারণ সম্পাদক পারভীন আক্তার। এসময় জানানো হয় জনস্বার্থে এই তদারকি কার্যক্রমের অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,