জাতীয়

পাথরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সিসিআরসির পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক র‌্যালি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি,

জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা ও জলবায়ু-সহনশীল জনগোষ্ঠী গড়ে তোলার অংশ হিসেবে বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের রুহিতা মাধ্যমিক বিদ্যালয় এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় রুহিতা, পদ্মা ও চরলাঠিমারা গ্রামের যুব স্বেচ্ছাসেবক দল এবং রুহিতা সিসিআরসির যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রুহিতা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে শুরু হওয়া র‌্যালিতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও সিসিআরসির স্বেচ্ছাসেবীরা অংশ নেন। পরে এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি পাথরঘাটার বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোঃ খায়রুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজকুমার ব্যাপারী এবং রুহিতা সিসিআরসির সভাপতি মোঃ মাহাবুবুর রহমান বাদল।

বক্তারা বলেন, সারাদেশে ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে এবং পাথরঘাটাও ঝুঁকির মধ্যে রয়েছে। তাই বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পানি জমে থাকা স্থানগুলো দ্রুত অপসারণ করা এবং দিনের বেলায় মশারি ব্যবহারসহ সচেতন আচরণই ডেঙ্গু প্রতিরোধের কার্যকর উপায়। তারা মনে করেন, এ ধরনের সমন্বিত উদ্যোগ জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

You may also like

জাতীয়

এসএসসির সূচি প্রকাশ

  • ডিসেম্বর ১২, ২০২৪
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সময়সূচি প্রকাশ করে
Uncategorized জাতীয় রাজনীতি সারাদেশ

পিরোজপুরে নানা আয়োজনে মহান বিজয় পালিত

  • ডিসেম্বর ১৬, ২০২৪
পিরোজপুর প্রতিনিধি: নানা আয়োজনে পিরোজপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে পিরোজপুরের পুরাতন খেয়াঘাট শহীদ