পাথরঘাটায় নৌ-পুলিশ ও মৎস্য বিভাগের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ
ইব্রাহীম খলীল, পাথরঘাটা।
বরগুনার পাথরঘাটা উপজেলায় বিষখালী নদীতে অবৈধ মাছ শিকার রোধে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ।
বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত পাথরঘাটা উপজেলার বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কাকচিড়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মাহমুদুর রহমান ও এএসআই নূরুল ইসলামের তত্ত্বাবধানে নৌ-পুলিশ সদস্যরা। অভিযানে সার্বিক সহযোগিতা ও উপস্থিত ছিলেন কোস্ট গার্ড পাথরঘাটা, বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা সহ পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক।
অভিযান চলাকালে নদীতে অবৈধভাবে মাছ শিকারের উদ্দেশ্যে ব্যবহৃত প্রায় ২ হাজার ৫০০ মিটার পুরাতন বেহুন্দি জাল, ৩ হাজার মিটার পুরাতন চিংড়ি জাল জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন প্রজাতির প্রায় ১০ কেজি মাছ উদ্ধার করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানানো হয়েছে।
উদ্ধারকৃত মাছগুলো তাৎক্ষণিকভাবে নদীতে অবমুক্ত করা হয়। পরবর্তীতে জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ জাল প্রকাশ্যে ধ্বংস করা হয়।
তবে অভিযানে কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।
কাকচিড়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, “বিষখালী নদীতে অবৈধভাবে মাছ শিকার ও নিষিদ্ধ জাল ব্যবহার সম্পূর্ণরূপে আইনবিরোধী। নদীর জীববৈচিত্র্য ও প্রাকৃতিক মাছের বংশবিস্তার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ভবিষ্যতেও অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”




