অর্থনীতি

পাথরঘাটায় নৌ-পুলিশ ও মৎস্য বিভাগের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ 

ইব্রাহীম খলীল, পাথরঘাটা।

বরগুনার পাথরঘাটা উপজেলায় বিষখালী নদীতে অবৈধ মাছ শিকার রোধে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ।
বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত পাথরঘাটা উপজেলার বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কাকচিড়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মাহমুদুর রহমান ও এএসআই নূরুল ইসলামের তত্ত্বাবধানে নৌ-পুলিশ সদস্যরা। অভিযানে সার্বিক সহযোগিতা ও উপস্থিত ছিলেন কোস্ট গার্ড পাথরঘাটা, বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা সহ পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক।

অভিযান চলাকালে নদীতে অবৈধভাবে মাছ শিকারের উদ্দেশ্যে ব্যবহৃত প্রায় ২ হাজার ৫০০ মিটার পুরাতন বেহুন্দি জাল, ৩ হাজার মিটার পুরাতন চিংড়ি জাল জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন প্রজাতির প্রায় ১০ কেজি মাছ উদ্ধার করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানানো হয়েছে।
উদ্ধারকৃত মাছগুলো তাৎক্ষণিকভাবে নদীতে অবমুক্ত করা হয়। পরবর্তীতে জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ জাল প্রকাশ্যে ধ্বংস করা হয়।
তবে অভিযানে কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।

কাকচিড়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, “বিষখালী নদীতে অবৈধভাবে মাছ শিকার ও নিষিদ্ধ জাল ব্যবহার সম্পূর্ণরূপে আইনবিরোধী। নদীর জীববৈচিত্র্য ও প্রাকৃতিক মাছের বংশবিস্তার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ভবিষ্যতেও অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

অর্থনীতি

আর্থিক খাতে এত বড় ক্ষত কল্পনাতীত

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতে এত বড় ক্ষত সৃষ্টি হয়েছে সেটা বাইরে থেকে কল্পনাও করা
Uncategorized অর্থনীতি

পিরোজপুরে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

  • ডিসেম্বর ১৯, ২০২৪
পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুরে বসুন্ধরা সিমেন্ট আয়োজিত “শৈল্পিক নির্মানে রাজমিস্ত্রীর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে শহরের বাইপাস সড়কের