পাথরঘাটায় বিএনপির শোক বইতে জামায়াত নেতাদের স্বাক্ষর
ইব্রাহীম খলীল, পাথরঘাটা (বরগুনা):
সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পাথরঘাটা উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে খোলা শোক বইতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাথরঘাটা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
রোববার (০৪ জানুয়ারি) দুপুরে পাথরঘাটা উপজেলা বিএনপি কার্যালয়ে উপস্থিত হয়ে শোক বইতে স্বাক্ষর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার সহকারী সেক্রেটারি শামীম আহসানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।
শোক বইতে স্বাক্ষর শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শামীম আহসান বলেন, “দেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক ইতিহাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আপসহীন নেতৃত্ব, সাহসী অবস্থান ও গণতন্ত্র পুনরুদ্ধারে যে অবদান রেখে গেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া যে রাজনৈতিক আদর্শ ও গণতান্ত্রিক পথ দেখিয়ে গেছেন, জাতীয়তাবাদী দল যদি সেই পথেই অবিচল থাকে, তবে অতীতের মতো ভবিষ্যতেও বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে থেকে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে প্রস্তুত থাকবে।”
এ সময় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং দলীয় নেতাকর্মীদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে পাথরঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমিরসহ দলের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারাও শোক বইতে স্বাক্ষর করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ত্যাগ, সংগ্রাম ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হয়। ৩০ ডিসেম্বর ২০২৫, ভোর ৬ টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রজিউন)।
তার মৃত্যুতে দেশব্যাপী রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন গভীর শোক প্রকাশ করছে। পাশাপাশি দোয়া মাহফিল, শোকসভা ও নানা কর্মসূচির মাধ্যমে মরহুমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।




