অর্থনীতি জাতীয় সারাদেশ

পাথরঘাটায় ৪০ বছরেও নিরসন হয়নি পানির সংকট, সুপেয় পানির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি,

বরগুনার পাথরঘাটায় পানি সংকট নিরসন ও সুপেয় পানির দাবিতে খালি কলসি নিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার উত্তর কাঠালতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শতাধিক মানুষ সুপেয় পানির দাবিতে এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এই এলাকায় বিগত ৪০ বছর ধরে পাঁচ শতাধিক পরিবারের জন্য সুপেয় পানির তীব্র সংকট। নিরাপদ পানির জন্য বিভিন্ন জায়গায় সরকারি পুকুর থাকলেও আমাদের এলাকায় নেই সেরকম কোন ব্যবস্থা। তাদের একমাত্র সুপেয় পানির উৎস বৃষ্টির পানি কিন্তু তা সারাবছরের জন্য ধরে রাখার ব্যবস্থা না থাকায় স্বাস্থ্যঝুঁকি থাকতেও বছরের বেশিরভাগ সময় বাড়ির পুকুর কিংবা খালের অনিরাপদ পানি পান করতে হয়।
এতে বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে শিশু নারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এই এলাকায় গভীর নলকূপ বা টিউবওয়েল স্থাপন করলেও লবণাক্ততার কারণে কিছু দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। তাই এলাকাবাসীর দাবি প্রতি ঘরে বৃষ্টির পানি সংরক্ষণ টাংকির ব্যবস্থা করার দাবি করেন এলাকাবাসী।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মেহেদী হাসান বলেন, পানি সমস্যার সমাধান নিরসনে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হবে। এছাড়া এলাকায় যে সকল টাংকি বরাদ্দ আছে দ্রুত সময় মধ্যে সেগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। তবে ৫০০ পরিবারের জন্য আলাদা বরাদ্দ হলে সকলের জন্য টেংকি ব্যবস্থা করার সম্ভব হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,