রাজনীতি সারাদেশ

পাথরঘাটায় জামায়াত কর্মী মৃত্যু শয্যায়, কুপিয়ে যখম করার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি,

বরগুনার পাথরঘাটায় মিথ্যা অভিযোগ দিয়ে ছাত্রশিবির নেতাদের সাথে ছাত্রদল নেতাদের বাকবিতন্ডার এক পর্যায়ে জামায়াতের পৌর আমির ও কর্মী নাসির উদ্দিন চোধুরীকে রামদা দিয়ে হামলা করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা অমিত হাচান শুভ ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ সময় জামায়াতের কর্মী নাসির উদ্দিন চৌধুরীকে অচেতন অবস্থায় ফেলে রেখে যান তারা। পরে তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখান থেকে ঢাকায় রেফার্ড করেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার রাত ৯ টার দিকে পাথরঘাটা পৌর শহরের ইমান আলী সড়করে উত্তর মাথায় এঘটনা ঘট। ঘটনার সত্যতা নিশ্চিত করেন পাথরঘাটা থানার ওসি মো. মেহেদী হাসান। বিষয়টি নিয়ে শহরে উত্তেজনার সৃষ্টি হলে অতিরিক্ত পুলিশ ও নৌ-বাহিনী মোতায়েন করা হয়।

আহত নাসির উদ্দিন পাথরঘাটা পৌর শহরের শাহাবুদ্দিনের ছেলে এবং ছাত্র শিবিরের পাথরঘাটা পৌর শাখার সাধারন সম্পাদক মিজানুর রহমানের বাবা।

ছাত্রশিবিরের পৌর সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও মামলা সূত্রে জানা গেছে, পাথরঘাটা পৌরসভার সামনে ছাত্রদলরে নেতা অমিত হাসান শুভ’র অনুসারীরা এসে ছাত্র শিবিরের ছেলেদেরকে উত্যাক্তের মিথ্যা অভিযোগ দিয়ে তর্কে জড়ায়। বিষয়টি শিবিরের ছেলেরা প্রমাণ করতে বললে তারা বলেন তাদের বড় ভাই শুভ এসে সমাধান করবেন। কিছুক্ষণ পরে শুভ আসলে শিবির ও ছাত্রদলের ছেলেরা আবারো তর্কে জড়ান। পরে বিষয়টি সমাধানের জন্য থানার পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যান। এর কিছুক্ষণ পরেই ছাত্রদলের একাধিক ব্যক্তি মোটরসাইকেলে দেশীয় অস্ত্র মহড়া করেন। পরে পাথরঘাটা পৌর জামায়াতের আমীর মাও. মো. বজলুর রহমানরে ফার্মেসিতে হামলা চালায়। এ সময় পাথরঘাটা বাজারের মুরগি ব্যবসায়ী ও জামায়াতের কর্মী নাসিরুদ্দিনকে কুপিয়ে রক্তাক্ত যখম করে।

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক অমিত হাসান শুভ জানান, তাকে মিথ্যা ভাবে ফাঁসানো হয়েছে এ বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানে না। উল্টো রাতে তার উপরে হামলা হয়েছে। সে রাজনীতি করেন তাই হয়তো কেউ ফাঁসানোর চেষ্টা করছে।

পাথরঘাটা উপজেলা জামায়াতের আমির হাফেজ মাও. মাসুদুল আলম জানান, জামায়াতের পৌর আমীর মাও. বজলুর রহমান ও নাসির উদ্দিনের উপরে সন্ত্রাসীরা হামলা করেছে। আমাদের কর্মী নাসিরুদ্দিন এখন মৃত্যু শয্যায়। যারা কুপিয়েছে সেই সন্ত্রাসীদের নামে আমরা থানায় মামলা করেছি। ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

পাথরঘাটা পৌর বিএনপি’র সদস্য সচিব ইসমাইল শিকদার সাংবাদিকদের জানান, পৌর শহরের ছাত্রশিবির ও ছাত্রদলের একটি মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে থানায় সালিশ মীমাংসার জন্য বসেছিলাম। এ সময় জামায়ােত ইসলামীর কর্মীকে কারা কুপিয়েছে তা আমাদের জানা নেই।

জানতে চাইলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মারামারির ঘটনা নিয়ে একটি থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে শহরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করলে পুলিশ ও নৌ-বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

এদিকে হামলার প্রতিবাদ ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে শুক্রবার সন্ধ্যা ৬ টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে পাথরঘাটা উপজেলা জামায়াতের নেতাকর্মীরা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,