পাথরঘাটায় জামায়াতের কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

ইব্রাহীম খলীল, পাথরঘাটা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে সারাদেশে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা ভিত্তিক প্রচার-প্রচারণা ও সাংগঠনিক তৎপরতা। তারই ধারাবাহিকতায় বরগুনার পাথরঘাটায় কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সমাবেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাথরঘাটা উপজেলা শাখা।
শনিবার (২ আগস্ট) বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত উপজেলার তালুকের চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ নেতাকর্মীদের পৃথক উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে পাথরঘাটা উপজেলা আমীর হাফেজ মাও. মাসুদুল আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল এবং বিশেষ অতিথি ছিলেন জামায়াতের বরগুনা জেলা আমীর ও বরগুনা-১ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মাও. মুহিব্বুল্লাহ হারুন, বরগুনা-২ আসনের মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমাদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বরগুনা জেলা নায়েবে আমীর মাও. আফজালুর রহমান, জেলা সেক্রেটারি আসাদুজ্জামান আল-মামুন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. শামিম আহসান, সাবেক জেলা আমীর মাও. আবুজাফর মো. সালেহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে ছাত্রদের গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ একটি সুস্থ ও সামাজিক দেশ উপহার পেয়েছে, বাংলাদেশের মানুষের মুখে এখন একটাই আওয়াজ “সব দল দেখা শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ” সব দেখেছি বার বার, জামায়াতে ইসলামী এবার” দেশের মানুষ তাদের সঠিক দল হিসেবে জামায়াতে ইসলামীকে বেছে নিয়েছে, কেউ চাইলেই আগের মত দিনের ভোট রাতে, মৃতদের ভোটে আর সরকার গঠন করতে পারবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সকল ইসলামি দলগুলোর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে তাতে আগামীর বাংলাদেশ হবে ইসলামি শাসন ব্যবস্থার বাংলাদেশ। আমরা আমাদের সকল নেতাকর্মীদের নিয়ে ভোট কেন্দ্রগুলোতে অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনে অটল থাকবো। কুরআনের হুকুমত প্রতিষ্ঠার জন্য কিভাবে হাসতে হাসতে জীবন দিতে হয় তা আমাদের নেতারা ফাঁসির মঞ্চে দাড়িয়ে দেখিয়ে গেছেন, তাই আমরা কোন পরাশক্তিকে ভয় করি না, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট।