আন্তর্জাতিক জাতীয় সারাদেশ

বিশ্ব পরিবেশ দিবসে পাথরঘাটায় পরিবেশ দূষণ প্রতিরোধে বৃক্ষরোপণ ও মানববন্ধন

ইব্রাহীম খলীল, পাথরঘাটা।

প্লাস্টিক দূষণের অবসান, প্লাস্টিক বর্জ্যের ব্যাপক পরিবেশগত প্রভাব মোকাবেলায় ও এর ব্যবহার হ্রাসের আহ্বানে র‍্যালি, মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (৪ জুন) পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের আয়োজনে বরগুনার পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা  গ্রামে ৪৪৯ আবাসনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা, প্লাস্টিক বর্জ্য অপসারণ, পরিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ, আবাসনের পরিবেশ রক্ষা এবং সচেতনতামুলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  পরে আবাসনে বৃক্ষরোপণ করা হয়।

সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী মনোজ কুমার কীর্তনীয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক আহসান হাবীব, সমাজকর্মী মেহেদী সিকদার, সুন্দরবন যুব ফোরামের সভাপতি ইমরান হোসেন, তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থার সভাপতি সোয়েব তাসিন, আবাসনের বাসিন্দা ইদ্রিস আলী ও হাবিবুর রহমান, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) পাথরঘাটার সমন্বয়ক, উপকূল অনুসন্ধানী সাংবাদিক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।

বক্তারা বলেন, জীবন বাঁচাতে পরিবেশ রক্ষা করা আমাদের জন্য ফরজ, পরিবেশ রক্ষায় সকল ধর্মেই নির্দেশনা রয়েছে। কিন্তু আমরা নিজেরাই পরিবেশ ধংস লিলায় মেতে উঠি। এক প্রকার পরিবেশ ধ্বংসে প্রতিযোগিতায় নেমেছি। সম্মিলিতভাবে আমাদের পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।

আবাসনের বাসিন্দা ইদ্রিস আলী, হাবিবুর রহমান বলেন, আমরা দুই বছর ধরে আমরা আবাসনে থাকি। এখানে নির্ধারিত ডাস্টবিন না থাকায় আমরা খুবই খারাপ অবস্থায় দিন যাপন করছি। দুর্গন্ধে থাকাই মুশকিল।

শফিকুল ইসলাম খোকন বলেন, আমরা যতই এসডিজি অর্জন করতে চাই কখনই অর্জন সম্ভব নয় যদি পরিবেশ ঠিক না থাকে।  সমন্বিতভাবে এসডিজি অর্জন করতে হবে। এ জন্য মানুষের বাসযোগ্য করতে সুন্দর পরিবেশ দরকার। এ পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং