সারাদেশ

পাবনায় পদ্মার চরে সন্ত্রাসীদের অস্ত্র প্রশিক্ষণের আস্তানা উচ্ছেদের দাবিতে মানববন্ধন

সাব্বির আহমেদ,স্টাফ রিপোর্টার (পাবনা)

পাবনার ঈশ্বরদীত উপজেলার সাঁড়া ইউনিয়নে পদ্মা নদীর চরাঞ্চলে আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্র প্রশিক্ষণের আস্তানা উচ্ছেদ ও নদী পাড়ের বাসিন্দাদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১ টায় পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের সাঁড়াঘাট ক্যানেলপাড়া ৫ নাম্বার ঘাটে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, সাঁড়া ৫ নং ঘাটের ব্যবসায়ী রবিউল ইসলাম রাজু, ফরহাদ হোসেন, স্থানীয় এলাকাবাসী বিনোদ মন্ডল, অপূর্ব কুমার, জামাল প্রমানিক, সুকুমার হালদার, আসলাম হোসেন, সাগর মোল্লা, গুলিবিদ্ধ যুবকের স্বজন, রিজিয়া খাতুন, ফাহিমা খাতুন, রিনা বেগম, মুরসিদা বেগম প্রমুখ

সমাবেশে বক্তারা বলেন, ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে পদ্মা নদীর ভেতরে ঈশ্বরদী উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামানের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যোগসাজশে আওয়ামী লীগের সন্ত্রাসী ইঞ্জিনিয়ার কাঁকন বাহিনী প্রকাশ্যে অস্ত্রের মহড়া প্রদর্শন, গুলিবর্ষণ করে পদ্মা নদীর পাড়ের সাধারণ মানুষকে আহত ও বিভিন্ন সময়ে আতঙ্কিত করলেও উপজেলা প্রশাসন নিরব ভূমিকা পালন করার কারণে উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামানের অপসারণের দাবী করে সমাবেশ করেন গ্রামবাসী।

ঈশ্বরদী উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান জানান, ঈশ্বরদীতে আমি নতুন এসেছি। শুনেছি পদ্মা নদীতে সন্ত্রাসী একটি বাহিনী আছে, বালুমহাল দখলকে কেন্দ্র তারা প্রায় গুলিবর্ষণ করে গ্রামবাসীকে আতঙ্কিত করে। ইতিপূর্বে যৌথ বাহিনী অভিযান করেছে। সম্প্রতি দুইজন গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছেন।আমি বিষয়টি নৌ পুলিশ ও ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করেছি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য।

ঈশ্বরদী লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। পদ্মা নদীতে টহল অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য গত ৬ অক্টোবর উপজেলার পদ্মা নদীর বালু মহালে টোল আদায় কেন্দ্র করে সন্ত্রাসীরা আতর্কিত গুলি বর্ষণ করে, এতে স্থানীয় দুই যুবক গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,