সারাদেশ

পাবনায় ১০ লাখ টাকার নকল বিড়ি উদ্ধার

 

সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার (পাবনা)

কুরিয়ার সার্ভিসে নকল বিড়ি পাঠাচ্ছিলেন অসাধু একটি চক্র। তবে পাঠানোর আগেই অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের নকল বিড়ি উদ্ধার করেছে পুলিশ এবং পাবনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

শুক্রবার (৩০ মে) রাতে পাবনার ঈশ্বরদী থানা ভবন পার্শ্ববর্তী এস এ পরিবহণ কুরিয়ার সার্ভিসের সামনে থেকে এসব বিড়ি উদ্ধার করা হয়। এ সময় একটি ভুটভুটি (ইঞ্জিনচালিত ছোট যান) গাড়িও আটক করা হয়েছে।

কাস্টমস ও পুলিশ সূত্র জানায়, নকল বিড়ি কুরিয়ারের মাধ্যমে পাঠানোর জন্য এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসে নেয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পাবনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ এবং পুলিশ যৌথভাবে অভিযান চালায়। এ সময় এস এ পরিবহন কুরিয়ার অফিসের সামনে থেকে একটি ভুটভুটি গাড়িসহ ১৫ কার্টন ও ১৫ বস্তা নকল বিড়ি জব্দ করা হয়।

অভিযান থেকে পাঁচ লাখ শলাকা নকল আকিজ বিড়ি, ৪ লাখ ৮০ হাজার শলাকা নকল বাঁশি বিড়ি এবং আড়াই লাখ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বকুল বিড়ি উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত বিড়ি ঈশ্বরদী কাস্টমস অফিসকে দেখানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে।

পাবনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোল ব্যবহার করে এই চক্র বিভিন্ন ব্র্যান্ডের নামে বিড়ি তৈরি করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। এসব কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ। মামলার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,