রাজনীতি সারাদেশ

পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের ৩ নেতা আটক

 

সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার ( পাবনা)

পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের তিন নেতা কর্মীকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
সোমবার (১২ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের ৯ নং ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি বাঘইল কান্দিপাড়া এলাকার মৃত আলহাজ্ব চাঁদ আলী মন্ডলের ছেলে মো. রওশন আক্তার (৬৪), ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চর রূপপুর জিগাতলা এলাকার মৃত হাবিবুল্লাহ ইসলামের ছেলে মিলন আহমেদ সানি (৪১)। সানি পাকশী ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য, এবং উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন যুবলীগের কার্যকরী সদস্য আথাইল শিমুল গ্রামের মৃত আব্দুল বারী প্রধানের ছেলে সাজ্জাদুর রহমান সাজ্জাদ (৪০) ।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে গত জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলা ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ রয়েছে। যার মামলা নং ১২, তারিখ : ১৯-০৮-২০২৪। আটককৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,