পাবনার ঈশ্বরদীতে চর দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ- ৪

সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার (পাবনা)
পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের ডিগ্রির চরের জমি দখল নিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুটি গ্রুপ। শুক্রবার সকাল ১০টার দিকে চরকুড়লিয়া গ্রামের এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও চারজন।
আহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, চরকড়ুলিয়া গ্রামের ইয়াছিন
বাহিনীর রেকাত আলীর ছেলে পিল্লু (২৬) ও হাবিবুল ইসলাম হুজুরের ছেলে সোয়াইব হোসেন (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে ডিগ্রির চরে অবস্থান করছিল কুষ্টিয়ার মুকুল বাহিনী। সকাল ৯টার দিকে অস্ত্রসহ ২০ থেকে ২৫টি মোটরসাইকেল নিয়ে ওই চরে যায় ইয়াছিন আলী। এরপরেই দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এতে দুই গ্রুপের চারজন গুলিবিদ্ধ হয়।
নাম প্রকাশ না করার শর্তে চরের এক বাসিন্দা বলেন, ডিগ্রির চরসহ পদ্মায় জেগে উঠা বেশ কয়েকটি চর ঈশ্বরদী উপজেলার মধ্যে হলেও কুষ্টিয়ার নিকটবর্তী। ফলে কুষ্টিয়ার জামাল বাহিনী এ চর দখলে রাখতে চায়। অন্যদিকে ইয়াছিন বাহিনীও চরের দখল নিতে মরিয়া। চরের দখল নিয়ে এর আগেও এ দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার রাতেও ডিগ্রির চরে গুলির শব্দ শোনা যায়।
ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় কোনো পক্ষ এখনও অভিযোগ করেনি। তবে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।