সারাদেশ

পাবনার ফরিদপুরে ১৯ লাখ টাকার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস

 

সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার ( পাবনা)

পাবনার ফরিদপুরে অবৈধ দুয়ারী জাল তৈরির প্রধান উপাদান চায়না জাল জব্দ করেছে ফরিদপুর থানা পুলিশ। গত ২১ এপ্রিল সোমবার দিবাগত রাত আনুমানিক দুইটার সময় এসআই নূরে আলমের নেতৃত্বে ডেমরা বাজারে পুলিশের পেট্রোল ডিউটি করছিল। একটি কার্গো পিকআপ দেখে সন্দেহ হলে গাড়িটিতে তল্লাশি চালিয়ে অবৈধ চায়না দুয়ারী জালের ৪৯ টি বস্তার সন্ধান পায়।

পরে গাড়িসহ চালক ও হেলপারকে থানায় নিয়ে আসে। আজ ২২ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২ টার সময় ডেমরা দুধ ঘাটে জব্দকৃত ৪৯ টি জালের বস্তা আগুন ধরিয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৯ লক্ষ টাকা।

ভ্রাম্যমাণ অভিযানে উপস্থিত ছিলেন সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সানাউল মোর্শেদ, থানার অফিসার ইনচার্জ মোঃ হাসনাত জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সী সাংবাদিক আসাদুজ্জামান, মেহেদী হাসান সহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,