পাবনার বেড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, একজনের কারাদণ্ড
সাব্বির আহমেদ, স্টাফ রিপোর্টার (পাবনা )
পাবনার বেড়া উপজেলার পেচাকোলার সরকারপাড়ার ঘোষপাড়ায় নকল দুধের কারখানায় অভিযান পরিচালনা করে জয়দেব নামে এক নকল দুধ উৎপাদনকারীকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও অর্থ দন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
রোববার (১১ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বেড়া ভৃমি সহকারি এসিল্যান্ড নুরেন মায়িশা খান।
এর আগের দিন বিকেলেও এই স্থানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। কিন্তু অপরাধীকে ধরা সম্ভব হয়নি। এজন্যে রোববার ভোর থেকে ওৎ পেতে থেকে অপরাধীকে ধরা হয়।
এসময় অপরাধী ড্রামে থাকা নকল দুধ ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও প্রশাসনের তৎপরতা ও সতর্করার কারণে সফল হতে পারেননি। অভিযানে নকল দুধ তৈরির জন্যে ছানার পানি, ক্রিম, সাবানের গুড়া, আটা, ডালডা, পাম ওয়েল ও অন্যান্য আরো রাসায়নিক দ্রব্য পাওয়া যায়। অপরাধী জয়দেব নিজেই স্বীকার করেছেন তিনি বারো বছরেরও বেশি সময় ধরে এই নকল দুধের ব্যাবসা করেন এবং এই দুধ বিভিন্ন মিষ্টির দোকান ও দুগ্ধজাত দ্রব প্রস্তুতকারী প্রতিষ্ঠানে সাপ্লাই দিয়ে থাকেন।
অভিযুক্তকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় (পণ্যের নকল উৎপাদন করা) দুই লক্ষ টাকা অর্থদণ্ড এবং এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে আরো তিন মাস এর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ ধরনের জনজীবনের স্বাস্থ্য হানিকর কাজে যারাই জড়িত থাকবে, উপজেলা প্রশাসন তাদের শক্ত হাতে দমন করবে এবং জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনা করেন বেড়া ভৃমি সহকারি এসিল্যান্ড নুরেন মায়িশা খান।




