সারাদেশ

পূর্বধলা সাংস্কৃতিক পরিষদের আয়োজনে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা সাংস্কৃতিক পরিষদের আয়োজনে ও উপজেলা প্রশাসন সহযোগিতায় চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (২০ ফেব্রুয়ারি) দুপুর ২:৩০ ঘটিকায়  পূর্বধলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে প্রতিযোগীতার আয়োজন করা হয়।
রুহুল আমিন জুয়েল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- সাংস্কৃতিক পরিষদের সদস্য মোহাম্মদ আলী জুয়েল ও গোলাম মোস্তফা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্বধলা সাংস্কৃতিক পরিষদের সাবেক সভাপতি হুমায়ুন কাদির পাঠান, সাবেক আহবায়ক জুলফিকার আলী শাহীন, বিশিষ্ট কলামিস্ট জাকির আহমেদ খান কামাল, সাধারণ সম্পাদক খান রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক সুবর্ণা দাস, আনোয়ার হোসেন খান, আব্দুল হালিম, আব্দুল মতিন, সুমন সরকার, আলমগীর বাশার সুমন, আরাধন চন্দ্র দাস, অমল চন্দ্র দাস, খন্দকার বিপ্লব প্রমুখ। এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় তিনটি বিভাগে ১২০জন শিশু-কিশোর অংশগ্রহন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,