পোরশা সরকারি কলেজে নেই ইংরেজি শিক্ষক, ফেল করেছে ৬৬ জন শিক্ষার্থী।
স্টাফ রিপোর্টার, নওগাঁ।
নওগাঁর পোরশা সরকারি কলেজে ইংরেজি বিষয়ের শিক্ষক না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। নিয়মিত ক্লাস ও পাঠদান না হওয়ায় এবারের পরীক্ষায় কলেজের ৬৬ জন শিক্ষার্থী ইংরেজি বিষয়ে ফেল করেছে।
জানা গেছে, কলেজটিতে গত দূই বছর ধরে ইংরেজি বিষয়ের কোনো স্থায়ী শিক্ষক নেই। ফলে শিক্ষার্থীরা পুরো শিক্ষাবর্ষে নিয়মিত ইংরেজি ক্লাস পায়নি। বিকল্প হিসেবে অন্য বিভাগের শিক্ষকরা মাঝে মাঝে ক্লাস নিলেও তা যথেষ্ট ছিল না। এর ফলে শিক্ষার্থীরা ইংরেজি বিষয়ে দুর্বল হয়ে পড়ে এবং পরীক্ষায় বিপুল সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়।
পোরশা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আফজাল হোসাইন বলেন, “ইংরেজি শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক প্রভাব পড়ছে। বিষয়টি আমরা শিক্ষা অধিদপ্তরে জানিয়েছি, দ্রুত শিক্ষক নিয়োগ যেন দেওয়া হয় তার জন্য অনুরোধ করা হয়েছে।
অভিভাবকরা জানান, ইংরেজি একটি বাধ্যতামূলক বিষয় হওয়ায় শিক্ষক না থাকা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য বড় বাধা। তারা দ্রুত শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন।
ফলাফল প্রকাশের পর কলেজজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা বিরাজ করছে। স্থানীয় শিক্ষানুরাগীরাও এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।




