ফরিদগঞ্জে নির্বাচনী আচরণবিধি অমান্য করে কম্বল বিতরণ করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা
মোঃ সোহেল রানা, চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে কম্বল বিতরণের অভিযোগে মমিন হোসেন গাইন নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) রাতে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাহাপুর গ্রামের গাইন বাড়ির বাসিন্দা মমিন হোসেন গাইন নির্বাচনে অংশগ্রহণকারী স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের সমর্থক। সোমবার সন্ধ্যার পর তিনি ও অপর এক ব্যক্তি গ্রামে গ্রামে ঘুরে কম্বল বিতরণ করছিলেন এবং একই সঙ্গে ভোট প্রার্থনা করছিলেন বলে অভিযোগ ওঠে।
এমন অভিযোগের ভিত্তিতে স্থানীয়রা সাহাপুরের তালীমুল কোরআন মাদ্রাসার সামনে কিছু কম্বলসহ মমিন হোসেন গাইনকে হাতেনাতে আটক করেন। পরে তারা বিষয়টি সহকারী রিটার্নিং অফিসার ও থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মমিন হোসেন গাইনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিতরণের উদ্দেশ্যে আনা কম্বলগুলো জব্দ করা হয়।



