ফরিদগঞ্জে ভিজিএফের চাল না পেয়ে এলাকাবাসীর মানববন্ধন

মোঃ সোহেল রানাঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে ভিজিএফের চাল না পেয়ে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (০২ জুন) সকাল ১০ টা হতে ১২ টা পর্যন্ত উপজেলার ০৭ নং পাইকপাড়া(উঃ) ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে এলাকাবাসী ও প্রকৃত বঞ্চিতরা অংশগ্রহণ করে। মানববন্ধনের ফলে ইউনিয়ন পরিষদের আশেপাশে তীব্র যাবজটের সৃষ্টি হয়।
জানা যায়, সরকার ভিজিএফের চাল প্রদান করে গরীব দুস্থ অসহায় মানুষের মাঝে বিতরণ করার জন্য। কিন্তু স্বজনপ্রীতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনিয়মের কারনে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হয়।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, আমরা কোনো সময়ই কার্ড পাইনি। স্বামী নেই অসহায় কেউ আমাদের দিকে ফিরেও তাকায় না। ঘরে অনেকদিন চাল নেই কিভাবে ক্ষুদা মিটাবো ভেবে পাচ্ছি না। গরীবের ঘরে জম্ম নিয়ে কি ভুল করেছি। যারা বিত্তশালী সামর্থবাণ তারা প্রতিবছরই চাল পায়। ব্যাগ নিয়ে এসেছি চাল নিবো বলে এসে দেখি আমরা পাবো না। আমাদের জন্য সুপারিশ করার মতো কেউ নেই।
স্থানীয় ব্যবসায়ী ইউসুফ মোল্লা জানান, আমার পরিচিত অনেক অসহায় ব্যক্তি আছে যারা কার্ড পাওয়ার যোগ্য তারা বঞ্চিত। আমি তাদের কার্ডের জন্য সচিবের কাছে গেলে সে বলে চেয়ারম্যানের ছেলের কাছে জান। আমরা কেনো চেয়ারম্যানের ছেলের কাছে যাবো? চেয়ারম্যানের কাজ চেয়ারম্যান করবে ছেলের কাছে কেনো যাবো। চেয়ারম্যানের কাছে গেলে তিনি দায়িত্বশীল জবাব দিতে পারে নাই। বরাবরই কার্ড নিয়ে স্বজনপ্রীতি করা হয়েছে। প্রকৃত গরীব অসহায়দের বঞ্চিত করা হয়েছে। ভিজিএফের চাল পাওয়ার যোগ্য ব্যক্তিদের বঞ্চিত না করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই। এবং যারা এ অনিয়মের সাথে জড়িত তাদের বিচার চাই।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, চেয়ারম্যান সাহেব অসুস্থ বয়স্ক মানুষ। ইউনিয়ন পরিষদ পরিচালনায় তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমরা চাই বিকল্প কাউকে দায়িত্ব দিয়ে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনা হোক।
এ বিষয়ে জানতে চাইলে সচিব প্রবাহ চন্দ্র ঘোষ জানান, আমার এখানে লোক অনেক বেশি চাহিদাও বেশি সবাইতো আর পাবে না। কিন্তু প্রাপ্যতা কতো ১৭০০ সামথিং যারা পায় এরা কি গরীব না অবশ্যই গরীব। হয়তোবা আমার চাহিদা আছে আমি পাই নাই আমার ভাই পাইছে বোন পাইছে আমি পাই নাই। লোক আছে ৫০ হাজার সবার চাহিদা আছে সবাইকেতো আর দেয়া সম্ভব না। তারপরেও ত্রুটি থাকতে পারে তবে মেজর কোনো ত্রুটি নেই। আমি বলবো না অনিয়ম হয়নি অনিয়ম হয়েছে তবে কোনো দূর্নীতি হয়নি। যারা বঞ্চিত হয়েছে ভিজিএফ কার্ড পায় নাই ভবিষ্যতে তাদের বিষয়ে অবশ্যই বিবেচনা করা হবে। আমরা জনপ্রতিনিধির মাধ্যমে কার্ড বিতরণ করেছি রাজনৈতিকভাবে কাউকে কার্ড দেয়া হয়নি। ভবিষ্যতে সবার সাথে চাল বিতরণের কার্ড সমন্বয় করা হবে। আজকে বিতরণ শেষে অবশিষ্ট চাল বাকিদের দেয়া হবে। ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন হয়েছে এ বিষয়ে আমি কিছুই জানি না।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের পাটওয়ারী বলেন, সবার পেছনে কিছু শত্রু থাকে আমার পেছনেও আছে। বঞ্চিতরা বাহিরে মানববন্ধন করেছে এ বিষয়ে আমি অবগত নই। আমার জানামতে আমি কোনো অবৈধ কাজ করি নাই। প্রতিটা ওয়ার্ডের মেম্বারদের বলে দিয়েছি কেউ যাতে বাদ না পড়ে। মেম্বারদের মাধ্যমে আমি কর্ড বিতরণ করেছি। বিগত দিনেও আমি চেয়ারম্যান ছিলাম বর্তমানেও আছি কাউকে বাদ দিয়ে কিছু করা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া জানান, আমার কাছে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন আসে নাই। আপনার মাধ্যমে জানতে পেরেছি। চেয়ারম্যানের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।