ফরিদগঞ্জে মনোনয়ন বাতিলের দাবীতে মশাল মিছিল অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ
মোঃ সোহেল রানা, চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ-৪ আসনে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন বাতিলের দাবীতে আলহাজ্ব এম.এ হান্নানের সমর্থনে মশাল মিছিল অগ্নিসংযোগ ও রাস্তা অবরোধ করেছে উপজেলা ও পৌর বিএনপি।
রবিবার (০৯ নভেম্বর) মশাল মিছিলটি উপজেলার বাসস্ট্যান্ড হতে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে মিলিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মশাল মিছিলে নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। মশাল মিছিল শেষে ফরিদগঞ্জ-রায়পুর মহাসড়কে অগ্নিসংযোগ ও রাস্তা অবরোধ করে রাখে এম.এ হান্নানের সমর্থকেরা।
মশাল মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মঞ্জিল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক নজরুল ইসলাম পাটওয়ারী, পৌর বিএরপির যুগ্মআহ্বায়ক জামাল হোসেন মিজি। এসময় উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকতার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুরসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।
