ফরিদগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ সোহেল রানা, চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় উপজেলার রুপসা(দঃ) ইউনিয়নের পশ্চিম কাওনিয়া শহীদ হাবিবউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে “ কাওনিয়া শহীদ জিয়া স্মৃতি সংসদ” এর উদ্যোগে খেলার আয়োজন করা হয়। গৃদকালিন্দিয়া স্পোর্টিং ক্লাব বনাম সৌদি প্রবাসী স্পোর্টিং ক্লাব এর মধ্যে এ মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলার ১৬ নং ইউনিয়ন বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন খাঁন এর সভাপতিত্বে ও চাঁদপুর জেলা যুবদলের সদস্য,ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক এমরান হোসেন সোহেল খাঁন এর সঞ্চালনায় এবং আয়োজক কমিটির সদস্য নাসির উদ্দীনের সার্বিক সহযোগিতায় খেলায় উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির রাজস্ব ও ব্যাংকিং বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাসির পাটোয়ারী, সাবেক যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল কোম্পানি, সাবেক যুগ্ম আহ্বায়ক এম এম টুটুল পাটোয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সোহেল খান,পৌর যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক পেয়ার আহমেদ , উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্মসম্পাদক মানিক পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান এবং রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলায় স্বতঃস্ফূর্তভাবে খেলাপ্রেমী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দর্শক হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।
এর আগে অনুষ্ঠিত ফাইনালে গৃদকালিন্দিয়া একাদশ ১-০ গোলে সৌদি প্রবাসীর একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে।
খেলায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি লায়ন হারুনুর রশীদ এমপি বলেন, ” মাঠের চারপাশে হাজার হাজার দর্শকের উপস্থিতিতেই বুঝা যায় এই জাতি খেলা প্রিয় জাতি। মাদক মুক্ত সমাজ গড়তে হলে আমাদের খেলা-ধুলায় যুবসমাজ কে বেশী বেশী উৎসাহ দিতে হবে। প্রতিটি এলাকায় এই ধরনের বড় বড় টুর্নামেন্ট আয়োজন করতে হবে। তাই, আমরা চাই! এই ধরনের খেলা আরও বেশী বেশী আয়োজন করা হোক।”