ফরিদগঞ্জ “জয় বাংলা” স্লোগান দেওয়ায় উত্তেজনা: ছাত্রলীগ কর্মী আটক

মোঃ সোহেল রানা :
চাঁদপুরের ফরিদগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় উত্তেজনা তৈরী হওয়ায় ছাত্রলীগ কর্মী মমিনকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী। পরে কলেজ অধ্যক্ষের অনুরোধে পরীক্ষার স্বার্থে তাকে জিম্মায় মুক্তি দেওয়া হয়। সে এ বছর এইচএসসি পরীক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার, ১৩ আগস্ট দুপুরে কলেজ চলাকালীন সময়ে একজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে মমিনকে কলেজ থেকে আটক করে। আটক করে নিয়ে আসার সময় সাধারণ শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা বাহিনীকে বাধা দিলে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। পরে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ বসে বিষয়টি মীমাংসা করে দেন।
কয়েকজন শিক্ষার্থী বলেন, মুমিনকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল আমরা পুলিশ ও সেনাবাহিনীকে জিজ্ঞাসা করেছিলাম কেন নিয়ে যাওয়া হচ্ছে তারা কোন উত্তর দেয় নাই।
কলেজের প্রফেসর বেলায়েত হোসেন জানান, তিনি শুনেছেন একজন শিক্ষার্থী জয় বাংলা স্লোগান দিয়েছেন, তবে তিনি চিহ্নিত করতে পারেননি কে দিয়েছেন।
কলেজ অধ্যক্ষ শাহ মোঃ মাসুম বিল্লাহ বলেন, “আমি অফিস রুমে মিটিং করছিলাম। হঠাৎ বাইরে হাউকাউ শব্দ শুনে অফিস পিয়নকে জিজ্ঞেস করি কী হয়েছে। সে জানায়, একজন ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে, পুলিশ ও সেনাবাহিনী তাকে ধরে নিয়ে যাচ্ছে। পরে আমি থানায় গিয়ে, যেহেতু সে পরীক্ষার্থী, পরীক্ষা দেওয়ার জন্য মোছলেখা দিয়ে তাকে নিয়ে আসি। কে স্লোগান দিয়েছে—এই প্রশ্নে জবাবে তিনি আরো বলেন, আমি জানি না।”
আটক শিক্ষার্থী মমিন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৯ নং গোবিন্দপুর ইউনিয়নের বাসিন্দা।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহ আলম বলেন, “যাকে আটক করা হয়েছিল, সে স্লোগান দিয়েছে কিনা—এ বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই কলেজ অধ্যক্ষের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”