ফেনীতে কাফনের কাপড় বেঁধে মিছিল করেছেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

ফেনীতে কাফনের কাপড় বেঁধে মিছিল করেছেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কতৃর্ক বাতিলসহ ছয় দফা দাবিতে ফেনীতে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেছেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।শুক্রবার(১৮ এপ্রিল)বাদ জুমা ফেনী পলিটেকনিক জামে মসজিদের সামনে থেকে একটি গণমিছিল শুরু হয়।মিছিলটি ফেনী সদর হাসপাতাল মোড়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জুলাই ২৪ শহীদ স্মৃতি চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।এই সময় শিক্ষার্থীরা ছয় দফা দাবি মানার জন্য নানা প্রতিবাদী স্লোগান দেন।সমাবেশে শিক্ষার্থীরা বলেন,ক্রাফট ইন্সট্রাক্টর পদে কর্মরত ব্যক্তিরা মূলত অষ্টম শ্রেণি কিংবা এসএসসি পাস।তাদের বেশির ভাগেরই কারিগরি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই।অথচ এই পদে নিযুক্ত ব্যক্তিদের জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে,যা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য অযৌক্তিক ও অসম্মান জনক।জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কতৃর্ক বাতিলসহ ৬ দফা দাবিতে তাদের আজকের গণমিছিল।অনতিবিলম্বে সব দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বলেন,৬ দফা দাবিতে আমরা বেশ কয়েকদিন আন্দোলন চালিয়ে আসছি।সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আমাদের কেন্দ্রীয় ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বসে দাবি গুলো মনে নেওয়া হবে।গতকাল সে বিষয়ে বৈঠক ডেকে সেখানে শিক্ষা উপদেষ্টা ও সচিব কেউ ছিলেন না।তারা বলছেন আমাদের দাবিগুলো যৌক্তিক।তবে যৌক্তিক দাবি মেনে নিতে তাদের সমস্যা কোথায়।
শিক্ষার্থীরা বলেন,ক্রাফট ইন্সট্রাক্টররা কারিগরি ব্যাকগ্রাউন্ড থেকে আসেন না তারা মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ল্যাব সহকারী কর্মচারী এবং সাধারণত অষ্টম বা এসএসসি পাস।তাদের ডিপ্লোমার শিক্ষক হওয়ার মতো কোনো যোগ্যতা নেই।এসব পদে যোগ্যতা সম্পন্ন ব্যাক্তিদের নিয়োগ দিতে হবে।এছাড়াও শিক্ষার্থীরা বলেন,জুনিয়র ইন্সট্রাক্টর পদে সাধারণ শিক্ষার্থীদের কোনোভাবেই নিয়োগ দেওয়া উচিত নয়।এই পদে সংশ্লিষ্ট টেকনোলজির ডিপ্লোমা গ্রাজুয়েটদেরই নিয়োগ দেওয়া প্রয়োজন।কারণ ডিপ্লোমা শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা একজন ডিপ্লোমা গ্রাজুয়েটই ভালো বুঝবেন।কারিগরি সেক্টরের যারা পড়াশোনা করে গেছে তারাই এই সেক্টর সম্পর্কে ভালো বুঝবে।
মশি উদ দৌলা রুবেল ফেনী
০১৮১৪৯৪৮০৬২