ফেনীর ছাগলনাইয়ায় নারী শান্তি সহায়ক প্লাটফর্ম গঠন রুমা-সমন্বয়ক,খালেদা ও নূরের সাফা-যুগ্ম সমন্বয়ক।
ফেনীর ছাগলনাইয়ায় নারী শান্তি সহায়ক প্লাটফর্ম গঠন
রুমা-সমন্বয়ক,খালেদা ও নূরের সাফা-যুগ্ম সমন্বয়ক।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
সংঘাত নয়,শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ছাগলনাইয়ায় নারী শান্তি সহায়ক প্লাটফর্ম (ওয়েভ) গঠন করা হয়েছে।দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর উদ্যোগে Multi-stakeholder Initiative for Peace and Stability (MIPS) শনিবার বিকালে ছাগলনাইয়া গণপাঠাগারে আয়োজিত সভায় পিএফজি সদস্য ও উপজেলা বিএনপির মহিলা দলের সভাপতি রাশেদা আক্তার রুমাকে সমন্বয়ক ও ছাগলনাইয়া ইম্পীরিয়্যাল স্কুলের পরিচালক(প্রশাসন) খালেদা আক্তার ও ছাগলনাইয়া মহিলা কলেজের প্রভাষক নূরের সাফাকে যুগ্ম সমন্বয়ক করে ৩০ সদস্য বিশিষ্ট নারী শান্তি সহায়ক প্লাটফর্ম (ওয়েভ) গঠন করা হয়।এই উপলক্ষে নারী শান্তি সহায়ক প্লাটফর্ম (ওয়েভ) গঠনের লক্ষে আয়োজিত সভায় পিএফজির সদস্য ও উপজেলা বিএনপির মহিলা দলের সভাপতি রাশেদা আক্তার রুমার সভাপতিত্বে ও সুশাসনের জন্য নাগরিক সুজনের ছাগলনাইয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পিএফজির সদস্য সাংবাদিক আবদুল আউয়াল চৌধুরী সঞ্চালনায় এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাগলনাইয়া গণপাঠাগার এর সভাপতি ও পিএফজির এম্বাসেডর আবদুস সালাম সরকার,সাধারণ সম্পাদক মাষ্টার আবুল কালাম আজাদ,পিএফজির কো-অর্ডিনেটর সাংবাদিক কামরুল হাসান লিটন,হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগম, উপজেলা বিএনপির মহিলা দলের সদস্য সচিব বিবি খোদেজা আক্তার,পৌর বিএনপির মহিলা দলের সভাপতি নুসরাত মাজেদা নিশি,সাংবাদিক বকুল আক্তার দরিয়া,পিএফজির সদস্য মমতাজ বেগম, ছাগলনাইয়া মহিলা কলেজের প্রভাষক নূরের সাফা প্রমূখ।সভায় পিএফজির নারী সদস্য,ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের নারী সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মশি উদ দৌলা রুবেল,ফেনী
০১৮১৪৯৪৮০৬২




