ফেনীর ছাগলনাইয়ার পাঠাননগরে দরিদ্র রহিমের পাশে দাঁড়িয়েছে জামায়াত ইসলামি।

ফেনীর ছাগলনাইয়ার পাঠাননগরে দরিদ্র রহিমের পাশে দাঁড়িয়েছে জামায়াত ইসলামি।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের দক্ষিণ হরিপুর গ্রামের দুধু চেরাং বাড়ির দরিদ্র আবদুর রহিমের পাশে দাঁড়িয়েছে পাঠাননগর ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দ।ইটের ভাটায় কাজ করেন আবদুর রহিম।স্ত্রী ও তিন মেয়েসহ পরিবারের সদস্য সংখ্যা ৫জন।ঋণ করে বড় মেয়ের বিয়ে দিয়েছেন।জরাজীর্ণ ঘরে বসবাস করেন রহিম।বৃষ্টি আসলেই ঘরে পানি পরে।ইটের ভাটায় শ্রমিক হিসেবে কাজ করে যে টাকা পান তা দিয়ে সংসার চালানোই কষ্টের।খেয়ে না খেয়ে দিন কাটে রহিমের পরিবারের।অন্য দিকে ঋণ পরিশোধ করার চাপ। জরাজীর্ণ বসত ঘর মেরামত করা সম্ভব নয় রহিমের। বিষয়টি জানার পর সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন জামায়াত নেতৃবৃন্দ।২৭মে মঙ্গলবার রহিমের বাড়িতে ৩বান্ডিল ঢেউটিন পৌঁছে দিলেন পাঠাননগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ফারুক আহমদ,ছেরুমিয়া বাজার ইউনিট সভাপতি এমরান হোসেন ও সেক্রেটারি জামাল উদ্দিন।রহিমের বসত ঘর মেরামত করার জন্য সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত নেতৃবৃন্দ।
মশি উদ দৌলা রুবেল ফেনী
মোবাইল:০১৮১৪৯৪৮০৬২