ফেনীর ছাগলনাইয়ার মনুরহাটের পশ্চিম দেবপুর গ্রামে বজ্রপাতে দিনমজুর বেলালের মৃত্যু।

ফেনীর ছাগলনাইয়ার মনুরহাটের পশ্চিম দেবপুর গ্রামে
বজ্রপাতে দিনমজুর বেলালের মৃত্যু।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ছাগলনাইয়ার মনুরহাটের পশ্চিম দেবপুর গ্রামে
বজ্রপাতে দিনমজুর বেলালের মৃত্যু হয়েছে।ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুরে কৃষিকাজ করার সনয় হঠাৎ বজ্রপাতে বেলাল হোসেন (৫০)নামে এক দিন মজুরের মৃত্যু হয়েছে।শনিবার দুপুরের দিকে পশ্চিম দেবপুরে কৃষি জমিতে ধান কাটার সময় বজ্রপাতে বেলালের মৃত্যু হয়।জানা যায়,পশ্চিম দেবপুরের আবদুল করিম মজুমদারের কৃষি জমিতে বেলালসহ ৬ দিনমজুর ধান কাটার কাজ করছিল। আকস্মিক বজ্রপাতে দিনমজুর বেলালের মুত্যু হয়।নিহত বেলাল লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চরবসু গ্রামের মৃত মো:উল্যাহর পুত্র।তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ শনিবার বিকালে বেলালের মৃত দেহ থানায় নিয়ে আসে।
মশি উদ দৌলা রুবেল ফেনী
০১৮১৪৯৪৮০৬২