ফেনীর দাগনভুঞা ও ছাগলনাইয়ায় পানিতে ডুবে ২ জনের মৃত্যু।
ফেনীর দাগনভুঞা ও ছাগলনাইয়ায় পানিতে ডুবে ২ জনের মৃত্যু।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর দাগনভুইয়া ও ছাগলনাইয়া উপজেলায় পানিতে পড়ে ২ জনের মৃত্যু হয়েছে।দাগনভুঞা উপজেলার মমারিজপুর গ্রামের শরাফত আলী বেপারী বাড়ীর শিশু ওয়াসির রহমান আজ দুপুরে পানিতে ডুবে মারা গেছে।
নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়,ওইদিন দুপুরে পুবালী ব্যাংক কর্মকর্তা মোঃ রাসেলের একমাত্র ছেলে নীজ বসতঘর সংলগ্ন পুকুরে ডুবে যায় পরিবারের অজান্তে।দুপুরে লাশ ভেসে ওঠে।স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।বাদ মাগরিব নীজ বাড়ির দরজায় জানাজা অনুষ্ঠিত হবে।ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান নিহতের মৃত্যুর খবরে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।অপরদিকে ছাগলনাইয়া উপজেলার বাংলাবাজার গতিয়ায় পানিতে পড়ে এক প্রতিবন্ধী ছেলের মৃত্যু হয়েছে।দুপুরে ঘরে খোজাখুজি করে ছেলেকে না পেয়ে পরিবারের লোকজন খুজতে গেলে বাড়ির পাশে ডোবার মধ্যে ছেলেকে পায়,পরে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান অনেক আগে তার মৃত্যু হয়েছে।
মশি উদ দৌলা রুবেল ফেনী
০১৮১৪৯৪৮০৬২