ফেনীর পরশুরামে সড়কে বেলি ব্রিজ মেরামতে ৩ দিন ভারী যান চলাচল বন্ধ।

ফেনীর পরশুরামে সড়কে বেলি ব্রিজ মেরামতে ৩ দিন ভারী যান চলাচল বন্ধ।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর পরশুরামে সড়কে বেলি ব্রিজ মেরামতের জন্য ৩ দিন ভারী যান চলাচল বন্ধ থাকবে সাময়িক অসুবিধার জন্য দূঃখ প্রকাশ করেছেন পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার।ফেনীর পরশুরাম উপজেলার সুবার বাজার সড়কের বেহেলি ব্রিজ মেরামতে জন্য আগামী ৩ দিন ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে।ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগরের সুবার বাজার সড়কের মুহুরি নদীর ব্রিজের কাজ সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে আগামী তিনদিন সড়ক পথে ট্রাক,পিকআপ এবং যে কোন ধরনের ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে।তবে হালকা যান যেমন সিএনজি,অটো,মোটরসাইকেল ইত্যাদি চলতে পারবে।ভারী যানবাহনের ক্ষেত্রে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করা হয়েছে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে।১৭ ই এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আরিফুর রহমান সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে স্থানীয় এলাকাবাসীসহ যানবাহন চালকদের সহযোগিতা কামনা করেন।
মশি উদ দৌলা রুবেল ফেনী
০১৮১৪৯৪৮০৬২