ফেনীর সোনাগাজীতে মতিন হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন।

ফেনীর সোনাগাজীতে মতিন হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আবদুল মতিনকে হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।শুক্রবার(২ মে) বাদ জুমআ জিতপুর-ভাদাদিয়া এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে তেমুহানী মতিনের দোকান ও মতিগঞ্জ বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে মতিগঞ্জ বাজারের ব্যবসায়ী জামাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,স্থানীয় সমাজসেবক আবদুল হক মাস্টার,মসজিদ কমিটির সভাপতি দিদারুল মাওলা,সমাজসেবক হুমায়ুন ভূঁঞা,কামাল উদ্দিন, ব্যবসায়ী আরিফুল ইসলাম,মিস্টার ভূঁঞা,মোঃ জামশেদ প্রমূখ।ফেনী জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রোমান এর সঞ্চালনায় এই সময় আরো বক্তব্য রাখেন, স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মীর হোসাইন পুলক,সাধারণ সম্পাদক এমদাদ হোসেন ও মোঃনুর আলম প্রমুখ।বক্তারা বলেন,চুরির দায়ের জনতার হাতে আটককৃত সাইফুল ইসলাম হৃদয় ও তার মা শাহিনা আক্তার এবং সহযোগীদের নিয়ে মতিনের ওপর প্রকাশ্যে হামলা করে।এতে মতিনের মৃত্যু হয়। হামলাকারী শাহিনা আর হৃদয় পূর্ব থেকে মাদক কারবারের সাথে জড়িত।পরিকল্পিত ভাবে মতিনকে হত্যার ঘটনায় ধৃত মা,ছেলে সহ তাদের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।প্রসঙ্গত,গত ৩০ এপ্রিল দুপুরে আবদুল মতিনকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে নিহতের স্ত্রী আয়েশা আক্তার বাদি হয়ে মা-ছেলের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মশি উদ দৌলা রুবেল ফেনী
০১৮১৫৯৪৮০৬২