ফেনী বাসীর প্রানের দাবী ফেনীতে হোক চীনের সহায়তায় ১০০০ শয্যার হাসপাতাল।

ফেনী বাসীর প্রানের দাবী ফেনীতে হোক চীনের সহায়তায় ১০০০ শয্যার হাসপাতাল।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
বৃহত্তর নোয়াখালী,ফেনী,কুমিল্লার মধ্যে প্রায় ২কোটি মানুষের আবাসভূমি এই জেলায় আজও স্বাস্থ্যসেবা সহ সার্বিকভাবে রয়ে গেছে অবহেলিত,বঞ্চিত ও উপেক্ষিত। একটি আধুনিক ও সুসজ্জিত হাসপাতাল এখানে শুধু দরকারই নয়,এটি এখন সময়ের দাবী।ফেনীর জেলার মানুষ উন্নত চিকিৎসা ও সম্মানজনক স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রাখে।ফেনীর মানুষ যার যার অবস্থান থেকে সবাই চীনের প্রস্তাবিত ১০০০ শয্যার আধুনিক হাসপাতালটি ফেনী স্থাপনের জন্য জোরালো দাবী জানাচ্ছে ফেনী বাসী।লাখো শহীদদের তাজা রক্তের বিনিময়ে ১৯৭১ সালে এবং ২০২৪ সালের বুকের তাজা রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন করেছে,সেই লাখো শহীদের স্মৃতিতে একটি হাসপাতাল নির্মাণ দরকার। আমাদের ফেনী বাসীর সকল জনগণের প্রানের আবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোঃইউনুস স্যারের প্রতি চীনে যে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে কয়েকটি হাসপাতাল করার জন্য একটি হাসপাতাল ফেনীতে করা দরকার।ফেনী শহর হলো বাংলাদেশের রেমিটেন্স এবং অন্যান্য বাণিজ্যিক ক্ষেত্রে ঢাকা ও চট্টগ্রামের পর গুরুত্বপূর্ণ শহর হিসেবে অবস্থান রাখে,কিন্তু কোন জটিল রুগীকে জুররি চিকিৎসা সেবা দিতে হলে ঢাকা না হয় চট্টগ্রাম নিতে হয়।দেখা যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা,চট্টগ্রাম নেওয়ার জন্য গাড়িতে তুলে রওয়ানা দিলে পথিমধ্যে অনেক রুগী মারা যায়।তাই মানবতার দিকে চাইয়া আমাদের ফেনী বাসী ও প্রবাসীদের প্রানের দাবী ফেনীতে হাসপাতাল হোক।
মশি উদ দৌলা রুবেল ফেনী
০১৮১৪৯৪৮০৬২