বরগুনায় নানা আয়োজনে পালিত হলো ভিডিপি দিবস
ঢাকা ক্যানভাস প্রতিনিধি।
“সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় বর্ণাঢ্য র্যালি ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ভিডিপি দিবস-২০২৬।
সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। দিবসের কর্মসূচির সূচনা উপলক্ষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল।
এ সময় উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট আবুল কাশেম, সদর উপজেলা কর্মকর্তা জনাব মেরিনা আক্তার, পাথরঘাটা উপজেলা প্রশিক্ষক দিলিপ চন্দ্র মহেশ, সদর উপজেলা প্রশিক্ষক মো. জাহিদুর রহমান, বেতাগী উপজেলা প্রশিক্ষক জনাব জুয়েল রানা সহ জেলা ও উপজেলার প্রায় ১৫০ জন ভিডিপি সদস্য।
উদ্বোধনী বক্তব্যে জেলা কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল বলেন, নির্বাচনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে আনসার ও ভিডিপি সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সরকারি ও বেসরকারি পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতেও এ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামী দিনগুলোতেও সরকারি নির্দেশনা অনুযায়ী সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি দেশপ্রেম ও সামাজিক উন্নয়নে ভিডিপি সদস্যদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
উল্লেখ্য, “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা”—এই মূলমন্ত্রকে সামনে রেখে ১৯৭৬ সালের এই দিনে আনসার ও ভিডিপি বাহিনী প্রতিষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। দিবসের অন্যান্য আয়োজনের অংশ হিসেবে জেলা ও উপজেলার মোট ৯ জন ভিডিপি সদস্যের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।




