বরগুনার পাথরঘাটায় অ্যাম্বুলেন্স খাদে পড়ে আহত 7
বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা থেকে রোগী নিয়ে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। শুক্রবার (৫ জুলাই) দুপুরে বামনা উপজেলার সোনাখালি বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
‘মায়ের দোয়া’ অ্যাম্বুলেন্স সার্ভিসের এ গাড়িটিতে চালক, রোগী, স্বজন ও একটি আট বছরের শিশু সহ মোট সাতজন যাত্রী ছিলেন। হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে যাত্রীরা আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে আসেন এবং পরে বামনা ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। ফায়ার সার্ভিস সদস্যরা পরে অ্যাম্বুলেন্সটিও খাদ থেকে উদ্ধার করেন।