সারাদেশ

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন নওগাঁ জেলা শাখার স্মারকলিপি প্রদান 

 

তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি: চার দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং স্বাস্থ্য সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাবনায় ডিপ্লোমা ডাক্তারদের বাদ দিয়ে প্রস্তাব দেওয়ার প্রতিবাদে জেলা প্রশাসক ও সিভিল সার্জন এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ডিপ্লোমা চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন নওগাঁ জেলা কমিটি। সোমবার বেলা বারোটায় বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন বি.ডি.এম.এ. এবং সাধারণ সম্পাদক ডিএম রফিকুল ইসলাম বি.ডি.এম.এ. স্বাক্ষরিত স্মারক লিপিটি নওগাঁ জেলা প্রশাসক এবং জেলা সিভিল সার্জন এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর প্রদান করেন নওগাঁ জেলা কমিটি। স্মারকলিপিতে বলা হয়, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারগন বিগত ৪৫ বছর ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। এ বৈষম্য দূরীকরণে তারা চার দফা দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এবং তাদের দাবিকৃত চার দফা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা। স্মারকলিপিতে তাদের যে দাবিগুলো উত্থাপন করেন সে দাবিগুলো হলো, ডিপ্লোমা ডাক্তারদের দশম গ্রেডে উন্নীত করা এবং পদোন্নতির ব্যবস্থা করা। পেশাগত পরিচয় সম্মানজনক উপাধি ডিপ্লোমা ডাক্তার হিসেবে স্বীকৃতি দেওয়া। দীর্ঘ এক যুগ এর অধিক সময় ধরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে নিয়োগ বন্ধ রেখে গ্রামীন স্বাস্থ্যসেবা ধ্বংস করা হয়েছে তার অবসান করে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা এবং আন্তর্জাতিক মানদণ্ডে ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার ব্যবস্থা করা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিডিএমএর প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম. নাছিম উজ জামান চৌধুরী। নওগাঁ জেলা বিডিএমএ এর দপ্তর সম্পাদক মোঃ খাদেমুল ইসলামসহ আরও অনেকে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,