বাউফলে খাসি কেটে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগ নেতা

আসাদুল্লাহ হাসান মুসা,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপির সদস্য পদ পাওয়ার আনন্দে তিনটি খাসি জবাই করে ভোজের আয়োজন করেছেন এক আওয়ামী লীগ নেতা। এনামুল হাসান নামের ওই ব্যক্তি সম্প্রতি কালিশুরী ইউনিয়ন বিএনপির সদস্য পদ লাভ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল হাসান আগে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেছার উদ্দিন শিকদারের চাচাতো ভাই এবং পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের আত্মীয়।
স্থানীয় বিএনপি নেতারা জানান, ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এনামুল হাসান নৌকা প্রতীকের এজেন্ট হিসেবে কাজ করেছিলেন এবং বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে সম্প্রতি ইউনিয়ন বিএনপির শূন্য পদ পূরণের উদ্যোগের অংশ হিসেবে তিনি সদস্য পদ লাভ করেন।
এনামুল হাসানের পদপ্রাপ্তির পরই তিনি তিনটি খাসি জবাই করে ভোজের আয়োজন করেন, যাতে শতাধিক লোক অংশ নেয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দুই রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, “স্থানীয় নেতাদের সুপারিশে এনামুল হাসানকে সদস্য পদ দেওয়া হয়েছে। তবে তার রাজনৈতিক অতীত নিয়ে ওঠা অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয় রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ জনগণের মধ্যেও ব্যাপক আলোচনা চলছে।