সারাদেশ

বাড়ি ফেরা হলো না ভিক্ষুক সোহরাব আলীর- সড়ক দুর্ঘটনায় গেল প্রাণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

জীবনের শেষ প্রান্তে পৌঁছে প্রতিদিনের মতো ভিক্ষা করতে বেরিয়েছিলেন তিনি। কিন্তু আর ফেরা হলো না ঘরে- সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হার মানলেন বয়োবৃদ্ধ ভিক্ষুক মোঃ সোহরাব আলী সরদার (৭০)।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে খুলনার পাইকগাছা পৌরসভার কালীবাড়ি এলাকায় ঘটে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সোহরাব আলী রাস্তার পাশে ভিক্ষা করছিলেন-ঠিক সে সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয় যুবক আলিমুল মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় সোহরাব আলীকে দ্রুত পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও বাঁচানো গেল না তাকে-দুপুর আড়াইটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু লোকটিকে বাঁচাতে পারলাম না।

নিহত সোহরাব আলী সরদার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম সোবহান আলী শেখ। অভাবের তাড়নায় প্রতিদিন সকালে কোনো না কোনো পথে বের হতেন সোহরাব আলী- আজ সেই পথেই হারিয়ে গেল তার জীবন।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফোর্স হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে অসহায় এ বৃদ্ধের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। জীবন সংগ্রামের পথে এক টুকরো ভাতের আশায় বেরিয়ে যাওয়া মানুষটির চিরতরে থেমে গেল চলার পথ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,