সারাদেশ

বানারীপাড়ায় অসহায় গৃহবধূর সংবাদ সম্মেলন

 

বানারীপাড়া প্রতিনিধি

বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের দড়িকর গ্রামের সৈয়দ মনির হোসেনের স্ত্রী নুপুর বেগম তাদের বিরুদ্ধে শারিরীক হামলা ও প্রতিহিংসামূলক মানববন্ধনের বিরুদ্ধে বানারীপাড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন।শুক্রবার বিকাল ৪.৩০মিনিটে বানারীপাড়া প্রেসক্লাবে নুপুর বেগম সাংবাদিকদের জানান তার স্বামী সৈয়দ মনির হোসেনের ক্রয়কৃত সম্পত্তিতে থাকা একটি কাঠের ঘর স্ত্রী নুপুর বেগম গত ২৯ সেপ্টেম্বর সরানোর জন্য ৫ জন মিস্ত্রি নিয়ে কাজ শুরু করলে প্রতিপক্ষ সৈয়দ নুরুজ্জামান এসে বাধা সৃষ্টি করে এবং চাদা দাবী করলে দুইজনের মধ্যে বাক মিটানোর সৃষ্টি হয়। কথার কাটাকাটি এক পর্যায়ে পার্শ্ববর্তী হেনা বেগমের ঘর থেকে লাঠি সোটা ও দাও হাতে নিয়ে সৈয়দ সালেক, সৈয়দ মনির হোসেন, সৈয়দ ফারুক, সৈয়দ সাইফুল ইসলাম, মোহাম্মদ নুর আলম হাওলাদার, হেনা বেগমসহ অজ্ঞাত ২/৩ জন লোক বেরিয়ে এসে নুপুর বেগমের উপর অতর্কিত হামলা চালায় এবং দাও দিয়ে কোপ দিলে নুপুর বেগম আহত করে। তাকে বাচাতে এসে সৈয়দ মনির হোসেনের খালাতো বোন আকলিমা গুরুতর আহত হয়। এ সময়ের নুপুর বেগমের গলায় থাকা দশ আনা ওজনের স্বর্ণের চেইন তারা ছিনিয়ে নেয়। পরবর্তীতে তারা ত্রিপল নাইনে ফোন দিয়ে নিজেদের রক্ষা করে। এ বিষয়ে নুপুর বাদী হয়ে বরিশাল আদালতে একটি মামলা দায়ের করলে বিবাদীপক্ষরা ক্ষিপ্ত হয়ে নুপুর বেগম ও তার স্বামী সহ অন্যন্যের বিরুদ্ধে বিভিন্ন প্রভাকান্ডা সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে মানববন্ধন করে। এ বিষয়ে নুপুর বেগম জানায় প্রতিপক্ষরা তাদের আত্মীয় হওয়ায তাদের আসা যাওয়ার জন্য হাটার ব্যবস্থা রেখেছে। অথচ তারা জমি ভোগ দখলের জন্য রাস্তার নাম করে পরিবেশ উত্তপ্ত করছে এবং কল্প কাহিনী সাজাচ্ছে বলে সম্মেলনে বক্তৃতায় তিনি উল্লেখ করেন। এদিকে প্রতিপক্ষরা মানববন্ধনের ব্যানারে এবং বক্তব্যে উল্লেখ করেন মনির হোসেন, তার স্ত্রী সহ মালেক সরদার, নান্না সরকার ও তাসলিমার বিরুদ্ধে ভূমি দস্য, অবৈধ দখলদার, চিহ্নিত মাদক ব্যবসায়ী উল্লেখ করে যে মানববন্ধন করেছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,