সারাদেশ

বানারীপাড়ায় কিশোরী ধর্ষনের ঘটনায় মামলা দায়ের আসামি পলাতক

মোঘল সুমন শাফকাত, বানারীপাড়া। 

বরিশালের বানারীপাড়ায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে অজ্ঞাত স্থানে নিয়ে ধ.র্ষ*নে*র অভিযোগে থানায় মামলা হয়েছ। ধ.র্ষ*নে*র শিকার ওই স্কুল শিক্ষর্থীর মা বাদী হয়ে সদর ইউনিয়নের আলতা গ্রামের বাবুল মিস্ত্রির ছেলে শোভন মিস্ত্রিকে বিবাদী করে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। জানা গেছে ৩ মার্চ দুপুরে সদর ইউনিয়নের মাছরং এলাকা থেকে ওই স্কুল শিক্ষার্থীকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে একটি ব্যাটারী চালিত (বৌ গাড়ি)  তে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে সারা রাত আটক রেখে নির্যাতন করে অভিযুক্ত শোভন মিস্ত্রি। ওই কিশোরী জানায় পরদিন ৪ মার্চ বিকেলে চোখ বাধা অবস্থায় তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছাকাছি রাস্তায় নামিয়ে দিয়ে চলে যায় শোভন। পরবর্তীতে কিশোরী এ ঘটনা তার মায়ের কাছে জানালে ওই দিন সন্ধ্যা রাতে বানারীপাড়া থানায় অভিযোগ জানায়। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো: মোস্তফা জানান অভিযোগ পাওয়া মাত্রই তারা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে ভুক্তভোগী কিশোরীকে ৫ মার্চ সকালেই  মেডিকেল টেষ্ট করানোর জন্য বরিশালে (ওসিসি)তে পাঠিয়েছেন। এছাড়াও আসামিকে গ্রেফতারের জন্য তারা চেষ্টা চালাচ্ছেন। তিনি আরও বলেন টেষ্ট রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনি সকল সহযোগিতা করবে পুলিশ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,