সারাদেশ

বানারীপাড়ায় মাদক সেবনে বাধা ও গালিগালাজের প্রতিবাদ করায় মাদকসেবীর স্বজনদের হামলায় ২ জন রক্তাক্ত জখম

বানারীপাড়া প্রতিনিধি।

বানারীপাড়ায় মাদক সেবনে বাধা ও গালিগালাজের প্রতিবাদ করায় মাদকসেবীর স্বজনদের হামলায় ২ জন রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে আহতদের স্বজন মোঃ রিপন শেখ। অভিযোগ সূত্রে জানাগেছে ১৩ এপ্রিল রবিবার সন্ধ্যা রাতে পৌরসভার ৯ নং ওয়ার্ডের কলেজ মোড়ের বাসিন্দা মাহাবুব খলিফার ছেলে হোসেন খলিফা বানারীপাড়া ডিগ্রী কলেজ মাঠে বসে মাদক সেবন করছিল । এসময় বশির শেখ, সহিদ ও হানিফ মাদক সেবী হোসেনকে মাদক সেবনে বাধা দিলে মাদক সেবী হোসেন তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। তখন হৈ-হুল্লা ডাকচিৎকার শুনে হোসেনের পিতা মাহাবুব খলিফা তার আরেক ছেলে হাসান দেশীয় অস্র নিয়ে বশির ও সহিদকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। এসময় স্থানীয় লোকজন ও আহতদের স্বজনেরা এগিয়ে এলে মাহাবুব গংরা ঘটনাস্থল থেকে সটকে পরে। এদিকে মাদক সেবী হোসেনের বিরুদ্ধে আপন চাচাতো বোনকে ধর্ষনের অভিযোগ রয়েছে যা নিয়ে  বিগত দিনে এলাকায় হোসেনের বিচারের দাবীতে মানববন্ধন করেছিলো এলাকাবাসী সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,