মোঘল সুমন শাফকাত বানারীপাড়া।
বরিশালের বানারীপাড়ায় কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ মন্দিরের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ১৬ জুন সোমবার সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে বিটু লাল দে কে সভাপতি, উত্তম সাহা রনিকে সাধারণ সম্পাদক ও শিমুল সাহাকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট লোকনাথ মন্দির পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি গোবিন্দ সাহা সজল, সুজন সাহা ধলু, গৌতম বনিক, কিশোর সাহা, মিলন পাল, অসিম সাহা, যুগ্ম সম্পাদক কার্তিক বনিক, অমিত কুন্ডু, তন্ময় সাহা পাপ্পা, সহ-সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ সাহা,শাওন সাহা, কোষাধ্যক্ষ প্রসেনজিৎ বড়াল, সহকারী কোষাধ্যক্ষ অভিজিৎ বনিক, দপ্তর সম্পাদক সৌরভ বিশ্বাস, সহ-দফতর সম্পাদক নিতিশ দেবনাথ, মানবেন্দ্র সাহা, প্রচার সম্পাদক সুব্র চক্রবর্তী, সহ- প্রচার সম্পাদক সন্ত বনিক,দিগন্ত মন্ডল, সাংস্কৃতিক সম্পাদক মানিক সাহা,সহ-সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ দে, দিপ্ত বনিক,তথ্য ও পরিকল্পনা সম্পাদক উজ্জ্বল বনিক,সমাজ সেবা সম্পাদক তন্ময় বনিক প্রমূখ। এছাড়াও কমিটির কার্য্যকরী সদস্যরা হলেন অমরেশ দেবনাথ, সিতাংশু কর্মকার,রিপন কুন্ডু,দিপালক কুন্ডু,নারায়ন সাহা,শুভ মিত্র, মধু পাল,বন্ধু বনিক,চন্দন সাহা,নারায়ন ঘোষ,প্রদীপ্ত সাহা,অপূর্ব কর্মকার,সঞ্জীব হালদার, লোকনাথ কর্মকার,চন্দন সাহা,জয় শীল,অর্পন পাল,আবির সাহা,প্রদীপ দাস,দিপ কর্মকার,উত্তম বনিক,সুদিপ্ত কুন্ডু,নগেন ঋষি, উদয় সাহা প্রমূখ।