সারাদেশ

বানারীপাড়ায় লোন উত্তোলনে জামিনদার না হওয়ায় নারীর উপর হামলা। 

বানারীপাড়া প্রতিনিধি।।
বরিশালের বানারীপাড়ায় এনজিও থেকে লোন উত্তোলনে জামিনদার না হওয়ায় রহিমা নামে এক নারীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আহত রহিমার স্বামী সুমন বেপারী বাদী হয় বানারীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্র জানা গেছে সলিয়া বাকপুর ইউনিয়নের খেজুরবারি বাসার গ্রামের মৃত আব্দুল মতলেব বেপারীর ছেলে কালাম ব্যাপারী একটি এনজিও থেকে লোন উত্তোলনের জন্য তার স্ত্রী লক্ষী বেগমকে পার্শ্ববর্তী সুমন ব্যাপারীর স্ত্রী রহিমা বেগমকে জামিনদার  হওয়ার জন্য বলেন। এতে রহিমা বেগম অস্বীকৃতি জানালে ৮ মে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে কালাম ব্যাপারী তার স্ত্রী লক্ষী বেগম এবং দুই ছেলে স্বাধীন ও সজীত পরিকল্পিতভাবে প্রথমে রহিমা বেগমেকে ও পরে তার স্বামী সুমন বেপারির উপর হামলা চালায়। এসময় সুমন ব্যাপারীর দোকান ভাঙচুর করে  ৫০ হাজার টাকার  ক্ষতি সাধন করে।হামলার সময়ে রহিমার কানে ও গলায়  থাকা স্বর্ণের চেইন ও দুল ছিনিয়ে নেয় ওই হামলাকারীরা। তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। বর্তমানে রহিমা বানারীপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এদিকে অভিযুক্ত কালাম ব্যাপারীর  মুঠো ফোনে ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি হাতাহাতির কথা স্বীকার করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,