শিক্ষাঙ্গন

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাস্তা সংস্কারের উদ্যোগ ইবি ছাত্রশিবিরের

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শা আজিজুর রহমান হলের পকেট গেট থেকে শহীদ আনাস হল পর্যন্ত কর্দমাক্ত ও পিচ্ছিল রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির।

 

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ইউসুব আলীর নেতৃত্বে ইট দিয়ে রাস্তাটি সংস্কার করা হয়।

 

শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ইউসুব আলী বলেন, “দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ভেতরের বিভিন্ন রাস্তা ভাঙ্গা। সম্প্রতি বৃষ্টির কারণে এই সমস্যা আরও বেড়েছে। বিশেষ করে কাঁচা রাস্তাগুলো পিচ্ছিল ও কর্দমাক্ত হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

 

এজন্য গত ৯ জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারের সঙ্গে সাক্ষাৎ করে শাহ আজিজুর রহমান হলের পকেট গেট ও টিএসসির সামনের ভাঙা রাস্তা মেরামতের দাবি জানায়। এর পরিপ্রেক্ষিতে সেদিন বিকেলে পকেট গেটের কাঁচা রাস্তায় বালু ফেলে সাময়িকভাবে মেরামত করা হয়েছিল। কিন্তু ভারি বৃষ্টির কারণে রাস্তাটি আবারও কর্দমাক্ত হয়ে হাঁটার অনুপযোগী হয়ে পড়ে। এ কারণে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে ছাত্রশিবির নিজস্ব উদ্যোগে ইট দিয়ে একটি পায়ে চলাচলের রাস্তা তৈরি করেছে।

 

তিনি আরো বলেন, শিক্ষার্থীবান্ধব একটি ছাত্রসংগঠন হিসেবে ইসলামী ছাত্রশিবির তার সাধ্যের মধ্যে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সবসময় সচেষ্ট। শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক দাবীতে এবং শিক্ষার্থী সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার সমাধানে ছাত্রশিবির সবসময় তৎপর ছিল, এখনো আছে। এরই ধারাবাহিকতায় শাহ আজিজুর রহমান পকেট গেট সংলগ্ন রাস্তায় পায়ে চলাচলের জন্য আমরা ইটের রাস্তা তৈরি করেছি। তবে এই উদ্যোগটি একটি সাময়িক সমাধান। দীর্ঘমেয়াদি সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। আমরা শাহ আজিজুর রহমান হলের পকেট গেট, টিএসসির সামনের রাস্তা এবং শহীদ জিয়াউর রহমান হলের সামনের রাস্তাসহ ক্যাম্পাসের সব রাস্তা দ্রুত সংস্কারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমরা আশা করি, শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নিবে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর