সারাদেশ

বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

জামালপুর

বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে জামালপুরে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল(শনিবার) বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে “তামাক কোম্পানির কূটকৌশল উন্মেচন করি,তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের আয়োজনে ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় সকালে ফৌজদারি মোড় হতে একটি র‍্যালি বের হয়ে ডিসি অফিসে এসে শেষ হয়।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন আজিলুল হক,জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের প্রতিনিধি
আব্দুল্লাহ বিন রশিদসহ অনেকে।

আরও উপস্থিত ছিলো নাসিং এন্ড মিডিওফেরি কলেজের শিক্ষার্থীসহ জেলার সাংবাদিকবৃন্দ।।

এ সময় বক্তারা তামাক বর্জন ও উৎপাদন নিয়ন্ত্রণ করে তামাক ব্যবহারের ক্ষতিকারক দিক উল্লেখ করে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,