মনুরহাট স্পোর্টিং ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্টে মধ্যম মটুয়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ছাগলনাইয়া উপজেলার মনুরহাট স্পোর্টিং ক্লাব মিনিবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৪ইং এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।খেলায় টাইব্রেকারে ১-০ গোলে পশ্চিম দেবপুর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে মধ্যম মটুয়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।২১ শে ডিসেম্বর শনিবার রাতে আলহাজ্ব আবদুল হক চৌধুরী ডিগ্রী কলেজ মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ছাগলনাইয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ মোঃ সোহরাব হোসেন।প্রধান বক্তা ছিলেন,মাস্টার মোহাম্মদ শাহাদাত হোসেন।বিশেষ অতিথি ছিলেন,সাংবাদিক মোহাম্মদ শেখ কামাল ও ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবদুল হাকিম দিদার।সভাপতিত্ব করেন মহামায়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হালিম।