সারাদেশ

ময়মনসিংহ সরকারি কলেজের সাথে সোনালী ব্যাংকের অনলাইন সেবা  চুক্তি সম্পাদন

 

ময়মনসিংহ প্রতিনিধি : সোনালী ব্যাংক পিএলসি এর অনলাইন সেবার মাধ্যমে ময়মনসিংহ সরকারি কলেজ, ময়মনসিংহের শিক্ষার্থীদের ফি/চার্জ আদায় কার্যক্রমের
চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সোনালী ব্যাংক পিএলসি, বিজনেস সেন্টার শাখা, ময়মনসিংহের আয়োজনে ময়মনসিংহ সরকারি কলেজ সেমিনার কক্ষে সোমবার ২১ জুলাই এই চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর এম.এ.এম জাকির হোসেনের সভাপতিত্বে ও
সোনালী ব্যাংক পিএলসির এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, (শাখা প্রধান) শামীমা সুলতানার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জসীম উদ্দিন খান
জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজারস অফিস, ময়মনসিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ সাবির আতাউর রহমান, রাষ্ট্রবিজ্ঞান, ময়মনসিংহ সরকারি কলেজ, মোঃ মোহন মিয়া অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, ময়মনসিংহ সরকারি কলেজ, মুহাম্মদ নাজমুল হুদা এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, ময়মনসিংহ, সৈয়দ কামরুল হোসেন সহযোগী অধ্যাপক উদ্ভিদ বিদ্যা ও সাধারণ সম্পাদক শিক্ষক পরিষদ ময়মনসিংহ সরকারি কলেজ।

সুচনা বক্তব্যে শাখা প্রধান শামীমা সুলতানা বলেন, সোনালী ব্যাংকের বর্তমান স্লোগান বিশ্বস্ত ও স্মার্ট। এরই ধারাবাহিকতায় সোনালী ব্যাংক পিএলসি ডিজিটালাইজেশানে ব্যাপক অগ্রগতি লাভ করেছে। এসপিজি চুক্তির মাধ্যমে যেকোন ছাত্র ছাত্রী/ অভিভাবক ঘরে বসে যখন তখন যেকোন দিন যেকোন পদ্ধতিতে পেমেন্ট (নগদ, বিকাশ, সোনালী-ই-ওয়ালেট রকেট, ভিসা কার্ডের মাধ্যমে নির্দিষ্ট স্টুডেন্ট আইডিতে যাবতীয় পাওনাদি পরিশোধ করতে পারবে। এতে কলেজ কর্তৃপক্ষের এ সংক্রান্ত ঝামেলাগুলো আর পাহাতে হবে না। অর্থাৎ ক্যাশ ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজগুলো কলেজ প্রশাসনকে আর করতে হবে না। ফলে তাদের শ্রম, সময় সাশ্রয় হবে।
সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার (অতিঃ দায়িত্ব) মুহাম্মদ আব্দুল্লাহ আল মোমেন বলেন, আজ শুধু চুক্তিপত্র সম্পাদন। আশা করি ব্যাংকের পক্ষে সর্বোচ্চ ইচ্ছা শক্তি দিয়ে সর্বোচ্চ সেবা দেয়ার জন্য আমরা কাজ করবো।
সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার মোঃ জসিম উদ্দিন খান বলেন, সোনালী ব্যাংক আস্থার ব্যাংক। দিন যাচ্ছে মানুষের আস্থা আরো বাড়ছে। সোনালী ব্যাংক ডিজিটাল সেবায় আরো এগিয়ে যাচ্ছে। এই চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের সাথে সোনালী ব্যাংকের সম্পর্ক আরো জোরদার হবে। স্টুডেন্ট ব্যাংক একাউন্ট খুলে সুবিধা বাড়বে। এই একাউন্ট সারা জীবন ব্যবহার করা সম্ভব হবে। এমনকি চাকুরী জীবন শেষ করে পেনশন সুবিধাও এই একাউন্টের মাধ্যমে উত্তোলন করতে পারবে।
সভায় সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ এম এ এম জাকির হোসেন ব্যাংক কর্তৃপক্ষ ও উপস্থিত কলেজ শিক্ষক পরিষদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সহযোগিতা কামনা করেছেন।
চুক্তিপত্র সম্পাদন অনুষ্ঠানে কলেজের পক্ষে স্বাক্ষর করেন কলেজ অধ্যক্ষ এম এ এম জাকির হোসেন এবং সোনালী ব্যাংক পিএলসির পক্ষে ডেপুটি জেনারেল ম্যানেজার (অতিঃ দায়িত্ব) মুহাম্মদ আব্দুল্লাহ আল মোমেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,