Uncategorized

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে কলমাকান্দা প্রেসক্লাবের শোকসভা

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোনার কলমাকান্দা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে। বুধবার (২৩ জুলাই) দুপুরের দিকে প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ওবাইদুল হক পাঠান ।

সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুহাম্মদ এনামূল হক তালুকদার , কোষাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম মামুন, দপ্তর সম্পাদক কাজল তালুকদার, আইসিটি সম্পাদক রিনা হায়াৎ, সম্মানিত সদস্য প্রান্ত সাহা বিভাস ও আব্দুর রশিদ।

সভায় মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সদস্যরা শোক প্রকাশ করে বলেন, “এই মর্মান্তিক ঘটনায় জাতি শোকাহত, আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।”

সভা শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে একটি শোক প্রস্তাব গৃহীত হয় এবং তা যথাযথ মাধ্যমে প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

PlayFortuna Casino

  • অক্টোবর ১৮, ২০২২
img { width: 750px; } iframe.movie { width: 750px; height: 450px; } Казино Play Fortuna ваши шансы на крупные выигрыши