সারাদেশ

রায়পুরে ক্যান্সার রোগীর জন্য রক্ত দিলেন ওসি

 

মাহমুদ সানি, রায়পুর (লক্ষ্মীপুর):

লক্ষ্মীপুরের রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত এক রোগীর জন্য রক্ত দান করেছেন। সোমবার (১৭ আগস্ট) রাত ১২টার দিকে জরুরি ভিত্তিতে রোগীর রক্তের প্রয়োজন হলে তিনি নিজে রক্ত দিতে হাসপাতালে পৌঁছান।

স্থানীয়রা জানান, গভীর রাতে একজন পুলিশ কর্মকর্তার এ ধরনের উদ্যোগ মানবিকতার দৃষ্টান্ত। রায়পুর থানায় যোগদানের পর থেকে ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করছেন।তিনি মাদকবিরোধী অভিযান, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচি এসব উদ্যোগে তিনি এলাকায় আলোচিত হয়েছেন।

রক্তদানের ঘটনায় অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ওসির প্রশংসা করেছেন। স্থানীয় কয়েকজন জানান, একজন পুলিশ কর্মকর্তার দায়িত্বের বাইরে গিয়ে এভাবে মানুষের পাশে দাঁড়ানো প্রশংসনীয় উদ্যোগ।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,