সারাদেশ

রায়পুরে জমি বিরোধকে কেন্দ্র করে হামলা, নারীসহ আটক-২

 

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আমেনা আক্তার নামের এক গৃহিণী ও তার পিতা মারাত্মক হামলার শিকার হয়েছেন। গত ১৭ এপ্রিল দুপুর ১টার দিকে চরমোহনা ইউনিয়নের ঠাওদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। গত ২২ এপ্রিল মহিলা সহ দুইজন আটক করার পর রাতে পুনরায় অবসর প্রাপ্ত  নৌবানির কর্মকর্তার বাসায় দরজায় লাথি দিয়ে ভাংচুর ও হামলার চেষ্টা করে উক্ত ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে এবং ২৩ তারিখ সকালেও তারা ক্ষান্ত না হয়ে ১ নং আসামি বাদির গেইটের সামনে দাঁড়িয়ে গালাগালি ও মামলা না তুললে মেরে ফেলবে বলে হুমকি দেয়

ভুক্তভোগী আমেনা আক্তার জানান, তাদের পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে এবং সেনাবাহিনীর উপস্থিতিতে জমির মাপজোক ও বণ্টন সম্পন্ন হলেও প্রতিপক্ষ পূর্বের ক্ষোভ থেকে আবারো হামলা চালায়। ওই দিন ধারালো দা, লোহার রড ও জিআই পাইপ নিয়ে দলবদ্ধভাবে হামলা চালিয়ে তার বাবাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে, যার ফলে তার হাতে ও পায়ে ১৪টি সেলাই দিতে হয়েছে এবং দাঁতও পড়ে গেছে।

আমেনা আক্তার আরও বলেন, আমি নিজেও হামলার শিকার হন। আমার  মুখে আঘাত করে ঠোঁট ফাটিয়ে দেওয়া হয় এবং শ্লীলতাহানির পাশাপাশি আমার  গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।আমার কাছে ঘটনার ভিডিও ফুটেজও রয়েছে ।

 

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে এবং পুলিশ দুজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তদন্ত চলমান রয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,