রায়পুরে জমি বিরোধে নারীসহ ৪ জনকে মারধর ও লুটপাট, গ্রেফতার-১

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধে নারীসহ তিনজনকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার-নগদ টাকা লুটের ঘটনায় কাঞ্চন বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে উপজেলার উত্তর রায়পুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ জুলাই দুপুরে ৩নং চরমোনার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর রায়পুরের ঠাউদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে। একই বাড়ির সুমন ও কাঞ্চন বেগমসহ ৮-৯ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় তারা ৮টি সিসি ক্যামেরা ভাঙচুর করে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি করে, নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ৯ লাখ টাকা) লুট করে নেয়। হামলায় তিনজন গুরুতর আহত হন এবং দুই নারীর শ্লীলতাহানির অভিযোগও রয়েছে।
ঘটনার পর ভুক্তভোগীরা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, ভুক্তভোগীর এজাহারের ভিত্তিতে কাঞ্চন বেগমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।