রৌমারীতে ৩০০ পিস ইয়াবা ও ১২ গ্রাম হেরোইন সহ ১ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ

রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার রৌমারী থানাধীন রৌমারী সরকারি কলেজ মাঠ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০০ পিস ইয়াবা ও ১২ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধারসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন- কুড়িগ্রামের রৌমারী থানাধীন কলেজ পাড়া এলাকার মোঃ নুর আলম (৩৬) ।
আজ শুক্রবার (১০ অক্টোবর ২০২৫ খ্রি.) রাতে রৌমারী থানাধীন সরকারি কলেজের মাঠ এলাকায় গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ নুর আলম (৩৬) কে ৩০০ পিস ইয়াবা ও ১২ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধারসহ গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন রৌমারীতে ৩০০ পিস ইয়াবা ও ১২ গ্রাম হেরোইন সহ ১ জনকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম। উক্ত বিষয়ে কুড়িগ্রামের রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।





