শহীদ কন্যাকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

আসাদুল্লাহ হাসান মুসা,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালীর দুমকী উপজেলায় এক কলেজছাত্রীকে গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) ভোরে পিরোজপুরের নাজিরপুর উপজেলা থেকে সাফাই মুনশি (১৯) নামে ওই তরুণকে আটক করা হয়। এর আগে মামলার প্রধান আসামি সাকিব মুনশিকে (১৯) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাজেদুল ইসলাম জানান, ভুক্তভোগী কলেজছাত্রী জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া এক ব্যক্তির মেয়ে। ঘটনার পর তিনি নিজেই দুমকী থানায় মামলা দায়ের করেন, যেখানে চাচাতো ভাই সাকিব মুনশি ও সাফাই মুনশিকে আসামি করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি সাফাই মুনশির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে, ভুক্তভোগী ছাত্রীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবারের ভাষ্য মতে, গত মঙ্গলবার সন্ধ্যায় বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি ফেরার পথে তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।